১.জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি (জেলা কার্যালয়)
জেলা কার্যালয়ে উক্ত কর্মসূচির আওতায় ৩ মাস মেয়াদে ৫ টি ট্রেডে (আধুনিক দর্জ্জিবিজ্ঞান, মোমবাতি তৈরি, বিউটিফিকেশন, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ, নার্সারী কিচেন গার্ডেনিং) বিনামূলে নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে স্বাক্ষাৎকারের ভিত্তিতে সকাল এবং বিকাল ২ সিফটে ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণোত্তর সরকারি সনদ প্রদান করা হয় ।
২.ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন “দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির” নাম পরিবর্তনপূর্বক ‘ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম’ নামকরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভিডব্লিউবি কার্যক্রম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে। এ কার্যক্রমের আওতায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে “স্বনির্ভরতার জন্য সহায়তা” এ মূলনীতি অনুসরণ করে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন, আয়বর্ধক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা প্রদান ইত্যাদি উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। বয়সসীমা ২০ হতে ৫০ বছরের মধ্যে যেকোন মহিলা আবেদন করতে পারে। জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। পরিবারের কর্মক্ষম, অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী আছে এবং কোন উপার্জনক্ষম সদস্য অথবা অন্যকোন স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এইসব পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন। ২ বছর মেয়াদে মাসে ৩০ কেজি করে পুষ্টিচাল/সাধারণ চাল কার্ডধারী উপকারভোগীরা চাল পাবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ এনজিও’র সহযোগিতায় উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সঞ্চয় মনোভাবী করে তোলা হয়।
৩.
মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবি ল্যাকটেটিং মায়েদের ভাতা কর্মসূচির উন্নত সংস্করণ “মা ও শিশু সহায়তা কর্মসূচি”
গত দুই দশকে শিশুর অপুষ্টি কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তারপরে ও বিদ্যমান অপুষ্টি ও খর্বকায় শিশুর সংখ্যা হ্রাস আন্তর্জাতিক মানদন্ডে সন্তোষজন নয়। সরকার এ বিষয়ে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (এনএসএসএস) কৌশল নির্ধারণ করেছে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে শিশু সহায়তা কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং কর্মজীবি ল্যাকটেটিং মায়েদের ভাতা কর্মসূচির সাফল্যের ধারাবাহিকতায় মা ও শিশুর পুষ্টির চাহিদাকে প্রাধান্য দিয়ে সারাদেশ ব্যাপী সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কর্মসূচির উন্নত সংস্করণ বাস্তবায়নে এই সমন্বিত এই নির্দেশিকা প্রণয়ন করেছে। কর্মসূচিটি দরিদ্র গর্ভধারিণী মা, কম আয়ের কর্মজীবী মার গর্ভকালীন যত্ন থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম গুরুত্বপূর্ন ১০০০ দিনের স্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে। সেবা প্রত্যাশী মহিলাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। বয়সসীমা ২০ বছরের উর্দ্বে এবং ৩৫ বছরের নীচে হতে হবে। প্রথম অথবা দ্বিতীয় ৬ থেকে ৮ মাস গর্ভকালীন সময়ে আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। ইউনিয়ন কমিটির তালিকা ভুক্ত হতে হবে। ইউনিয়ন কমিটি বিধি-বিধান অনুসরনপূর্বক তালিকা প্রস্ত্তত করে উপজেলা কমিটিতে প্রেরণ করে। আপত্তি থাকলে নিষ্পত্তিপূর্বক উপজেলা কমিটি তালিকা অনুমোদন করে। অনুমোদিত তালিকা মোতাবেক উপকারভোগীদেরকে স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। প্রত্যেক ভাতাভোগী মাসে ৮০০ টাকা হারে ৩ বছর (৩৬মাস) এই ভাতা পাবেন।
৪. উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বৃদ্ধিমূলক (আইজিএ) প্রকল্প (জেলা এবং উপজেলা কার্যালয় সমুহে)
উক্ত প্রকল্পের আওতায় জেলা কার্যালয়ে ৬ মাস মেয়াদে কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ট্রেডে ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং উপজেলা কার্যালয় সমূহে ৩ মাস মেয়াদে নির্বাচিত ২ টি ট্রেডে ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। জেলা এবং উপজেলা কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হয় এবং নির্ধারিত কমিটি কর্তৃক স্বাক্ষাৎকারের ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। প্রশিক্ষণোত্তর সরকারি সনদ প্রদান করা হয় ।
৫. মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম
সেবা প্রত্যাশী মহিলা নির্ধারিত ফরমে আবেদন করবে। ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাগণ ৫,০০০/- থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ সুবিধা পায় এবং ২৪ মাসিক কিস্তিতে ৫% হার সুদের জেলা এবং উপজেলা কার্যালয়ে পরিশোধ করতে হয়। উপজেলা কমিটির মাধ্যমে এই সেবা প্রদান করা হয়।
৬. স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান
স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শনপূর্বক রিপোর্টসহ জেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাগজপত্র যাচাইপূর্বক রেজিষ্ট্রেশন প্রদান করবেন। রেজিষ্ট্রেশন প্রাপ্তির মেয়াদ ১/২ বছর পূর্ণ হওয়ার পর অনুদানের জন্য আবেদন করা যায়।
৭. কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প
৮. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল
নির্যাতিত নারী পারিবারিক যে কোন সমস্যা হলে জেলা এবং উপজেলা কার্যালয়ে আবেদন করতে পারেন। আপোষ মিমাংসার মাধ্যমে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস